লেক্সমার্ক এর ১৭ নং কার্টিজ নতুন আঙ্গিকে বাজারে
সারাদেশ ব্যাপী সমাদৃত প্রিন্টার লেক্সমার্ক৷ ক্রেতা সাধারনের সুবিধার কথা বিবেচনা করে লেক্সমার্ক প্রিন্টারের একমাত্র পবিবেশক কম্পিউটার সোর্স লিঃ বাজারে নিয়ে এলো ১৭ নং ভ্যালু লাইন কার্টিজ৷ নতুন আঙ্গিকে আসা এই কার্টিজ গুনগত মানে ঠিক আগের মতই, কিন্তু এতে কালির পরিমান আগের মডেলের চেয়ে প্রায় দ্বিগুন৷ কিন্তু দাম আগের মতোই৷ তাই আগের দামে প্রিন্ট করতে পারবেন দ্বিগুন পরিমানে৷ আর নতুনত্বের ছোঁয়া দিতে এর মোড়কেও আনা হয়েছে পরিবর্তন৷ আগের লাল রং এর জায়গায় এই কর্টিজটি বাজারে পাওয়া যাবে সাদা-কালো প্যাকেটে৷
লেক্সমার্ক ১৭ নং ভ্যালু লাইন কার্টিজের দাম পড়বে ১১২৫ টাকা মাত্র৷
উৎস: কম্পিউটার সোর্স লিমিটেড
বিশ্বসেরা এপাসার ব্র্যান্ডের এমপিথ্রি প্লেয়ার বাজারে
আজকের এই মোবাইল দুনিয়ায় বিশালকার মিউজিক সিস্টেমে গান শোনার সময় করাটা দূরহ৷ তাই চাই এমন একটি যন্ত্র যা বহন করা যায় অনায়াসে৷ এই চাহিদার কথা মাথায় রেখে কম্পিউটার সোর্স লিঃ বাজারে নিয়ে এলো বিশ্বসেরা ব্র্যান্ড এপাসার এর অডিও স্টেনো AU380 মডেলের এমপিথ্রি প্লেয়ার৷ এই এমপিথ্রি প্লেয়ারটিতে গান শোনার পাশাপাশি ছবি দেখার জন্য রয়েছে ১.১" স্ক্রিন যা আপনি পোর্টেব্যল ডিজিটাল ফটোফ্রম হিসেবেও ব্যবহার করতে পারবেন৷ আরও আছে এফ এম রেডিও যাতে প্রায় ৩০টি চ্যানেল শোনা যাবে৷ আর এফ এম রেডিও থেকে সরাসরি রেকর্ড করার জন্য আছে রেকর্ড কি৷ এতে আছে রিমুভ্যাবল ক্লিপ৷ আকর্ষনীয় কালো এবং উজ্জ্বল বাদামী রং এর আভিজাত্য সম্পন্ন এই এমপিথ্রি প্লেয়ারটি একবার ফুল চার্জে চলবে ৭ ঘন্টা৷ দারুন স্টাইলিশ এই এমপিথ্রি প্লেয়ারটি আপনার স্টাইলের সাথে মানিয়ে যাবে নিঃসন্দেহে৷
২জিবি এবং ৪ জিবি ধারনক্ষমতার এই এমপিথ্রি প্লেয়ারের দাম পড়বে যথাক্রমে ২৩০০ টাকা এবং ২৮০০ টাকা৷
উৎস: কম্পিউটার সোর্স লিমিটেড

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


