জু্তো পড়ে স্মৃতিসৌধ,শহীদ মিনার,শহিদদের সমাধি,,,,,,সারা বছর নোংরা পরিবেশ,মাদকাসক্তদের আড্ডা......ইত্যাদি....সবই চলে,কিন্তু বিশেষ দিনগুলো সামনে এলেই ঘষামাজা শুরু,,,,,,এরপর উক্তদিনে ফুলের স্তুপ.........এরপর যেই লাউ সেই কদু....।আমরা বাঙালিরা বোধহয় খুবই অকৃতজ্ঞ..........।জাতীয় চার নেতা,মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক,শহীদ বুদ্ধিজীবি,আহত-পঙ্গু মুক্তিযোদ্ধা,বীরাঙ্গনা,......কাউকেই আমরা মনেরাখি নাই.................বিজয়ের মাস এলে তাদের মনে পড়ে........৩৮ বছর পরও যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্দোলন করতে হয়.....................
আজ বিজয় দিবস,আগেরমতো আজও তাদের মনে করবো কাল ভুলে যাবো,সৌধে ফুল দেবো কাল জুতো পায়ে সৌধ মাড়াব............এর ব্যতিক্রম কী অসম্ভব............????????
সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা,,,,,,,,,,,,,,,,,,
"................আমার এই দেশেতেই জন্ম যেন এই দেশেতেই মরি...........সকল দেশের রানী সে যে আমার জন্মভুমি....."
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




