নেটওয়ার্কিং এর মজা Part 1 এ আমরা LAN এর প্রাথমিক ধারনা পেয়েছিলাম। এবারে একটু সামনের দিকে যাব। এই পোস্টটা দিতে একটু দেরি হয়ে গেল। আসলে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা তাতে ক্লাস চলা কালিন সময়ে সময় পাওয়া যায় না আর ক্লাস বন্ধ থাকলে বিশ্রাম নিতে নিতে সময় পাওয়া যায় না।
আমাদের প্রথম কাজ হচ্ছে অপারেটিং সিসটেম (OS) সিলেক্ট করা server configuration এর জন্য। Server OS এর অবশ্যই একটু বেশি পরিমান Harware Support থাকা লাগবে। server configuration এর জন্য আমি Linux কে prefer করি। আমি না, আমার মনে হয় সবাই করে।
CPU: Pentium Class
Hard Disk Space (Server এর জন্য): 850 MB
Memory (Text-mode এর জন্য) : 64 MB
Memory (Graphical এর জন্য) : 128 MB
এগুলো সবই Minimum. এর বেশি রাখতে তো আর ঝামেলা নাই।
ধরে নিলাম আমরা সবাই Linux Install দিতে পারি। শুধু খেয়াল রাখতে হবে Istalling type যেন Server হয় এবং Firewall এ যেন no সিলেক্ট করা থাকে। কারন Firewall Manually করা হবে। এবার Installation শেষ করি। মনে হয় সবাই পারে। কারো যদি Linux একদম ই নতুন হয় তাহলে বুঝতে না পারলে আওয়াজ দিয়েন।
এবার একটু Configuration এর দিকে যাই। আজকাল সব পিসি তেই NIC Card থাকে যেটাতে Cable লাগাতে হয়। না থাকলে কিনে নিতে হবে। এবার আমাদের কাজ হল সেই NIC Card এ IP address Assign করা। IP বলতে বোঝায় Internet Protocol. এটা Version 4 এর জন্য 32-bit আর Version 6 এর জন্য 128-bit এর সংখ্যা। একটা NIC Card থাকলে সেটা "eth0" এর পর "eth1" এইভাবে। IP Address Determine করার জন্য "ifconfig" command ব্যবহার করতে হবে। এটা দিলেই বোঝা যাবে যে এতে IP address Assigned নায়। (যদি আগে থেকে দেয়া না থাকে) এবার তাহলে IP address Assign করতে হবে। eth0 তে IP address Assign করার জন্য Command হল
# ifconfig eth0 10.0.0.100 netmask 255.255.255.0 up
"up" command টা IP কে assign করার পর Interface কে active করে। কিন্তু এই IP address permanent না। System reboot হলে এটা হারিয়ে যায়। এটাকে Permanent করার জন্য script file change করা লাগে। "eth0" এর configuration file "ifcfg-eth0". এটা পাওয়া যাবে "/etc/sysconfig/network-scripts" directory তে। সেখানে গিয়ে change করে দিলেই হয়ে গেল।
এছারা DHCP use করে Dynamic IP Address Assign করা যায়।
এটা আগামিতে আলচনা করব।
To Be Continued ........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




