গাট্টিওয়ালা গাট্টিওয়ালা যাচ্ছো কোথায় ভাই
বেশি কথা বলো না আর,সময় যে মোর নাই
গাট্টি নিয়ে যাচ্ছি আমি ঐ দুর মসজিদে
খাবো দাবো ,দাওয়াত দিবো,রাত কাটাবো তাতে
চালো চলো ভাই আমার সাথে-বহুত ফায়দা হবে.
এই কাজেতে হর কদমে লক্ষ নেকি পাবে
হযরতজ্বীর কথা শুনলে দিলটা নরম হয়
জামাতের চিল্লায় গেলে জান্নাত নছিব হয়
তুমি কি ভাই আমার সাথে যাবে তো চিল্লায়?
দাওয়াত দিব ঘরে ঘরে প্রতি মহল্লায়
এত কেন চিন্তা করছ? চলনা ভাই চল
তাবলিগেতে গেলে তুমি করবে অনেক ভালো
গাট্টিওয়ালা গাট্টিওয়ালা ভাবছি আমি ভাই
হাদিসে কয় মসজিদেতে রাত কাটাতে নাই
তোমরাতো ভাই সব মসজিদকে করেছো হোটেল
হান্ডি পাতিল লাকড়ি চুলা রাখিবে অঢেল
খাওদাও কাপড় শুকাও নামাজের জায়গায়
মসজিদ হল সিজদার জায়গা এসব কি মানায়?
গাট্টিওয়ালা! গাট্টিওয়ালা! মুখটা কেন কালো?
আমার কথা শুনে কি ভাই লাগেনি কো ভালো?
শোন তবে আসল কথা বলছি আমি ভাই
ইলিয়াস সাহেব এই তাবলীগ স্বপ্নে পেয়েছে ভাই
ইসলামেরই পাচ উসুলকে বাদ দিয়েছে সে
ছয় উসুলের স্বপ্নের তাবলীগ বানিয়ে নিয়েছে
স্বপ্নটাতো শরীয়ত হয় নবীদের বেলায়
উম্মতেরে এসব পিছু শয়তানে দেখায়
সাহাবীরা তাবলীগ করতেন বিধর্মীদের কাছে
তোমরাতো ভাই তাবলীগ কর মুসলমানের মাঝে
উছুল বেনা ভিন্ন জিনিষ মানুষকে বোঝাও
তলে তলে নবীর শানে বেয়দবী শেখাও
উছুল বেনা একই জিনিষ কেউ বোঝেনা তা
জল আর পানি একই শব্দ উছুল বেনাও তা
চলা ফেরায় বোঝাও তোমরা খাটি মুসলমান
মনের মাঝে আছে তোমার বেইমানী শয়তান
নবীর কথা শেষ জমানায় দাগাবাজ দল হবে
ঘন ঘন সবাই যারা মাথা নেড়া করবে
তারাতো সব ইসলাম থেকে খারিজ হয়ে যাবে
নবীর কথার প্রমাণ দেখো গাট্টিওয়ালার মাঝে
আরাফাত আর হজ্জ্বের সাথে- ইসতেমার তুলনা
নাম দিয়েছে তাবলিগ জামাত-মূলেতে ছলনা
তাবলীগের অন্তরালে-করছে যত শয়তানি
ইসলামটা ধ্বংস করছে-নিয়ে ইহুদীরে মানি
কুরআন সুন্নাহয় ছয় উছূলের-কোন উল্লোখ নাই,
তোমরা যে ভন্ড শয়তান-প্রমাণ দেখ তাই
গাট্টিওয়ালা গাট্টিওয়ালা! তাবলীগ কেন কর?
ইলিয়াছের তাবলীগ বাদ দিয়ে-নবীজির তাবলীগ ধর
মসজিদেতে ইমাম সাহেব -মাঠে ওয়ায়েজগণ
নবীর তাবলীগ করছেন তারা – শুনো সর্বক্ষণ
মাদ্রাসাতে হুজুরেরা পড়ান যে দিন রাত
পীর মাশায়েখ দিনে রাতে শিখান মারেফাত
এর চাইতে বড় তাবলীগ কি আর আছে ভাই?
অতীতের সব বুজুর্গরাও করতেন এরুপটাই
তোমরা কেন নতুন ধর্ম করেছো পত্তন?
স্বপ্নে প্রাপ্ত ছয় উছুলকে করিয়া যতন?
ছেড়ে দাও ভাই নুতন বেদাত- বলি শুন ভাই
ঘরের তাবলীগ আগে কর- কোরআন বলে তাই।
( ইন্টারনেট থেকে সংগৃহীত, লেখকের নাম খুজে পাওয়া গেল না, ঈশৎ সম্পাদিত)
এখান থেকে সংগৃহিত
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১১ সকাল ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




