তবে সেই ফুল কোন গাছে ধরে না
সেটি রাখা যায় না ফুলদানিতেও
এমনকি বারান্দা অথবা ছাদেও থাকে না
জন্মে না কোন টবেও।
এ আবার কেমন ফুল?
আসলে এটি রক্ত মাংসে গড়া
সে ফুল নামের একটি মানবী
এবং সেই মানবীই হচ্ছে আমার ভালবাসা ফুল
যাকে ভালবাসি আমি
আমার সব ভালবাসা দিয়ে।
যে আছে আমার সব ধ্যান-জ্ঞান ও চিন্তা-চেতনাজুড়ে।
যাকে ছাড়া আমি ভাবিনা কিছুই
সে হলো আমার ফুল।
যার জন্য আমি প্রতি ণে ণে ব্যাকুল।
সেই তো আমার ফুল।
সে আমার সমস্ত মন-প্রাণজুড়ে আছে।
আমার হূদয়ের মাঝখানে অনাদি-অনন্ত বসবাস।
তার ভালবাসায় মুগ্ধ আমি।
কখনও কখনও স্বপ্নের মাঝে হারিয়ে যাই
তাকে নিয়ে দুর অজানায়।
জীবনে যদি কিছু চেয়েছি তবে তাকে চেয়েছি।
বর্তমানে যদি কিছু চাই তবে তাকেই চাই।
ভবিষ্যতে যদি কিছু চাওয়ার থাকে তবে
তাকেই চাইব।
প্রেমের রাজ্যে ভালবাসার চাষাবাদ করে
আমরা গড়ব সুখের বসবাস
যেখানে থাকব শুধুই আমরা দু'জন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



