পুলিশের প্রধান কর্তা এ কে এম শহীদুল হক বলেছেন, তারা ঘরে ঘরে পাহারা দিয়ে পারবেন না। নিজের নিরাপত্তার দায়িত্ব নাগরিকদের নিতে হবে।
জুলহাজ, তনয় মরেছে ঘরে। ঠিক আছে, তাদের আপনারা নিরাপত্তা দিতে পারেন নাই। অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী তো মরেছিলেন বাসার কাছে গলিতে। তনু মরেছিল বাসার বাইরে। অভিজিৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়ে। অনন্ত বিজয় সিলেটে রাস্তায়। নাজিমুদ্দিন সামাদ পুরান ঢাকার রাজপথে। এদের কাউকেই আপনারা নিরাপত্তা দিতে পারেননি।
বুঝলাম আপনারা শুধু ঘরে না, বাইরেও নিরাপত্তা দিতে পারবেন না। তাহলে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা আমাদেরই করতে হবে?
কী করবো তাহলে? হাতে অস্ত্র নেবো! লাইসেন্স দেবেন? প্রাইভেট নিরাপত্তা রক্ষী রাখবো! সে সবের মুরোদ না থাকলে চাপাতি রাখবো? বাসায়, কর্মস্থলে, ব্যাগে! সঙ্গে কিছু পটকা-ককটেল.।
Collected from FB.... by Sanaullah Lablu
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




