অনেক দিন ধরে ভাবছি লিখব কিন্তু কোথায় কিভাবে লিখবো ঠিক বুঝতে পারছিলাম না। কারন এমন চাকরী করি যে অন্য কোনো কিছু করাতো দুরের কথা, ভাবাও যায় না। বাসায় বসে বসে লিখবো আর সংগে সংগে দেখতে পাবো, তার উপর যদি হয় বাংলায়, তাহলে তো কথায় নাই।এর জন্য somewhereinblog কে অনেক অনেক ধন্নবাদ। যাই হোক, আজ আমি সামান্য কিছু কথা বলবো।
আমার কিছু বিদেশী ফ্রেন্ড, ঠিক ফ্রেন্ড বলা যায় না, আরো ক্লোজ কিছু, যেমন-বিজনেজ পার্টনার এরকম জাতীয়। ওরা বাংলাদশে আসতে রাজি হচ্ছিল না কারন আমাদের কিছু ভাই বিদেশে গিয়ে এমন কিছু কাজ করেছেন যে, ওরা খুব ভয় পাচ্ছিল যে বিদেশে বাংলীরা এরকম করছে, ওদের দেশে গেলে কী করবে কে জানে। যাই হোক, অবশেষে ওদেরকে আনতে আমি পেড়েছিলাম। শুধু তাই নয়,ওদেরকে এটা বুঝাতে সামর্থ হয়েছিলাম যে বাংগালীরা খারাপ না। তাই তো ওড়া আজও আমাকে ই-মেইল, এসএমএস, ফোন কল করে। ওদের ধারনা টা পাল্টে দিতে পেরেছি।
আমি আজ যে কোথা বলতে এসেছি তা হল, আমরা বাঙ্গালি, বাংলাদেশি, আমাদের কারই ভাল লাগবে না কেউ যদি খারাপ কন মন্তব্য করে। আমাদের এই দেশ খুব সহজে আসেনি। নয় মাস রক্তখয়ী যুদ্ধে, লক্ষ্য লক্ষ্য শহীদের রক্তে, মা-বনদের ইজ্জতের বিনিময়ে পেয়েছি আমাদের এই দেশকে। এত সহজ়ে সব কিছু ভুলে গেলে ত চলবে না, চলতে দেয়া যাবে না।তাই সবাইকে অনুরধ করছি, দয়া করে এমন কিছু করবেন না যাতে করে আমাদের দেশের ভাবমুরতি নষ্ট হয়।যেসকল ভাইয়েরে বিদেশে আছেন, তাদেরকে বলছি, আপনারা আমাদের জন্য আসলেই অনেক কিছু করছেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ কিন্তু আমরা আপনারা এমন কিছু করবেন না যাতে করে আপনাদের উপর থেকে আমাদের আস্তা হারিয়ে যায়। দেশের জন্য কিছু করার আনন্দয় আলাদা এটা কেউ অশিকার করতে পারবেন না। আর ভালভাবে চলার তো সুখ এ আলাদা। শবার মঙ্গল কামনায় আজ এখানেই শেষ করছি,। ভাল থাকবেন সবাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





