যে সকল মহামনীষী মানুষের কল্যাণ কাজ করেছেন , যারা মানুষদের ভাল কথা শুনিয়েছেন, মন্দ হতে ফিরিয়ে রাখার চেষ্টা করেছেন, যাঁদের পরশে মানুষের জীবনে কল্যাণ এসেছে, উন্মুক্ত হয়েছে ইহকালীন ও পরকালীন সফলতার পথ, তাদের মধ্যে প্রাচ্যের অন্যতম শ্রেষ্ঠ্য দ্বীনী আলেম, বিশিষ্ট আধ্যাতিক সাথক পুরুষ হযরত আশরাফ আলী থানবী (রহ) বিশেষভাবে উল্লেখযোগ্য। তার জন্ম ১২৮০ হিজরীতে ৫ ই রবিউস সানী। এবং ১৩৬২ হিজরী সনের ১৬ ই রজব মুতাবিক ১৯৪৩ ইং এর ১৯ শে জুলাই সোমবার পরলোক গমণ করেন।
উনি ১০০০ এর ও বেশী কিতাব লিখেছেন যার মধ্যে আল-কুরআনের একটি পূর্ণাঙ্গ এবং অত্যন্ত গ্রহনযোগ্য তাফসির রয়েছে। মুফতি শফী (রহ) ছিলেন থানবী (রহ) এর ছাত্র। তিনি থানবী এর মূল্যবান কিছু কথা ডায়েরীতে লিপিবদ্ধ করেন। সেই সংকলন থেকে কিছু কথা আমি নিয়মিত লিখতে চাই কারণ কথাগুলো সকলের জন্যই প্রয়োজনীয়।
আল্লাহ হাফেজ
:-)
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০০৮ রাত ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




