গান ভালবাসি। New Age music এর জনপ্রিয় music maker, Kitaro র এই অসাধারণ Chinese ভাষার গানটির সরল বাংলা অনুবাদ Share করলাম আপনাদের সাথে ।
ভাললাগা / মন্দলাগা জানালে খুশি হব ।
Impression of the west lake
--Kitaro
ফোঁটা ফোঁটা বৃ্ষ্টি, কুয়াশাচ্ছ্ন্ন জলাভূমি
ভাঙা সেঁতু, রুপালি ছাতা, বুড়ো হয়ে যাওয়া অতীত
নৌকায় বসে কে লিখছে অতীত আমার ?
বিয়ের শপথ, সমাহিত বি্চ্ছেদে আমাদের...
বৃ্ষ্টি........জলাভূমির পাশে দাড়িয়ে আমি
বৃ্ষ্টি........সদূরে উত্তর তীর দেখছি আমি
ফোঁটা ফোঁটা বৃ্ষ্টি, কুয়াশাচ্ছ্ন্ন জলাভূমি
ভাঙা সেঁতু, রুপালি ছাতা, বুড়ো হয়ে যাওয়া অতীত
নৌকায় বসে কে লিখছে অতীত আমার ?
প্রজাপতি যুগল, নিয়তির নির্ধারণে বিচ্ছিন্ন...
অবিরাম বয়ে চলা আমার বিদায় সম্ভাষণ
আবার, আবার এই জলাভূমিতে
সাদা পাখা, বয়ে চলা সময়ে উড়ে চলেছে
একটি দী্র্ঘ দী্র্ঘশ্বাস...............স্বর্গে অণুরণিত তার প্রতিধ্বনি
অবিরাম বৃ্ষ্টি, ভিজিয়ে চলেছে এক হাজার বছর
চেনাজানা আকাশ এই জলাভূমি, ধূসরিত আমাদের পরিচয়.....
নৌকায় বসে কে লিখছে অতীত আমার ?
একটি ভালবাসার কথা, প্রকৃতির কথা......
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১০ রাত ৩:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





