মানুষের বচন! হয় যদি মিস্ট পতন?
সেই ভজন, তাহাতেই ভরিবে মন,
মানুষ তুমি হও মানুষের মতন।
দুটো আহার চাই না, চাই না বসন
তার সাথে নাই বা থাক রক্তের বন্ধন
খোচা দিয়া বলিওনা কথা এই নিবেদন
থাকিবনা চিরকাল অতিত ছিল যেমন
সরল পথে যেতে হবে এই সত্য সমন
বলিবে যাহা ভাবিয়া বলিও দিয়া সন্মান
তুমারই কথা থাকিবে হেথা কায্য কারন
কাহারও নাম যাবে মুছিয়া দেহের আবসান
অশ্লিল বাক্য জন্তু চরিএে সেই শয়তান
যে মুখের ই প্রকাশ সেথায়ই অবশান
মানুষ যদি হবি?ব্যবহারে হও মাধুয ভজন
অন্তরে তোমার আলো জলিবে নিয়ন মতন
ভালোবাসিবে সবে সপে দিয়া মন প্রান
মানুষ তুমি হও মানবতার উজ্জল কিরন
মানুষ তুমি নিঃশাথ হও বাতাসের মতন
মানুষ তুমি দৃস্টি মেলো প্রকৃতির মতন
মানুষ তুমি শ্রবন কর সাগরের গরজন
মানুষ তুমি সুভাষ ছড়াও আলোর মতন
মানুষ হও মানুষ হও মানব রতন
তোমার ওই রক্ত লাল চক্ষু যুগল
উচ্চ সুরে প্রকাশ ভঙ্গিমার বেসামাল
দরপনে দেখ প্রতিবিম্ব ওই তোমার কাল
তুমি কি থাকিতে পারিবে হেথায় চিরকাল
তুমি শূন্য হবে? সুখিয়ে যাবে সব বল?
কিসের লাগি উওপ্ত হলি বাধালি গ্নডগোল
নিজের জালেই ফাসিয়া গেলি ওরে সবল
ভাববিয়া দেখিলিনা একবার কি হল গরল
মানুষ যদি না হবি? হয়ে যা পাগল!!!
৲এস আই মুরাদ৴
০৯:২৪ পিএম/০৩/১১/২০১০
কেলাং/কেএল/মালয়

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





