
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর ষ্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা হাটা শুরু করে দিয়েছি,,,,,,,, মাঝখানে অনেকদিন বন্ধের পর আবারো শুরু করলাম । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট ষ্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী ষ্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে ষ্টেষণের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
ষ্টেশনের অবস্থানঃ এটা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অবস্থিত ।
গত পোষ্টে ভাতশালা ষ্টেশন পর্যন্ত ছবি দিয়াছিলাম, ভাতশালা যেতেই সন্ধ্যা হয়ে গিয়েছিল আর ওখান থেকে আখাউড়া পৌছতে বেশ রাত হয়ে যায়, রাতে কোন ছবি তুলতে পারিনি, তাই এই পর্যন্ত যতগুলো ষ্টেশন পার হয়ে এসেছি সেই ষ্টেশনগুলোর ছবি দিয়েই এই পোষ্ট সাজালাম ।

কমলাপুর ষ্টেশন ।

তেজগাঁও ষ্টেশন ।

বনানী ষ্টেশন ।

ঢাকা ক্যান্টনমেন্ট ষ্টেশন ।

বিমান বন্দর ষ্টেশন ।

টঙ্গী ষ্টেশন ।

পূবাইল ষ্টেশন ।

আড়িখোলা ষ্টেশন ।

ঘোড়াশাল ষ্টেশন ।

জিনারদী ষ্টেশন ।

নরসিংদী ষ্টেশন, আমার নিজের জেলা ।

আমীরগঞ্জ ষ্টেশন, ( ড্রাইভার কোথায় বসেছে দেখছেন

খানাবাড়ী ষ্টেশন ।

হাটুভাঙ্গা ষ্টেশন ।

মেথিকান্দা ষ্টেশন ।

শ্রীনিধি ষ্টেশন ।

দৌলতকান্দি ষ্টেশন ।

ভৈরব ষ্টেশন ।

আশুগঞ্জ ষ্টেশন ।

তালশহর ষ্টেশন ।

ব্রাহ্মণবাড়িয়া ষ্টেশন ।

পাঘাচং ষ্টেশন ।

ভাতশালা ষ্টেশন ।
আগের পোষ্টঃ ঢাকা টু চিটাগাং - ২২ ( পাঘাচং )
পরবর্তি পোষ্ট হবেঃ ঢাকা টু চিটাগাং - ২৪ ( আখাউড়া )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




