
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম, নিজেকে আমি মনে করি প্রকৃতি প্রেমিক । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।

২ । ঘাস ফুল, থিম্পু, ভুটান ।

৩ । চড়ক পূজা, ধামরাই ।

৪ । মাছ ধরা, আতুকুড়া, বানিয়াচং ।

৫ । কুমার বাড়ি, গাংকুল, কুমিল্লা দক্ষিণ সদর ।

৬ । যাদুকাটা নদী, তাহিরপুর, সুনামগঞ্জ ।

৭ । হামহাম ঝর্ণার পথে, রাজকান্দি, কমলগঞ্জ, মৌলভী বাজার ।

৮ । কোষা.......

৯ । বালিয়াড়ি, সোনাদিয়া দ্বীপ ।

১০ । খুলি হাল তুলি পাল ঐ তরী চলল, মেঘনা নদী, মানিকপুর, আড়াইহাজার, নারায়নগঞ্জ ।

১১ । ফুল, নাম জানিনা ।

১২ । ব্যঙের ছাতা, বটেশ্বর, নরসিংদী ।

১৩ । কাঠাল, বটেশ্বর, নরসিংদী ।

১৪ । পেঁচা, বালিয়াটি, মানিকগঞ্জ ।

১৫ । পানি পোকা ।

১৬ । ষ্টেশনের নাম ঘুম, বলেন তো কোথায়

১৭ । সবুজ মেঠো পথ, আমার বাড়ি পাশে ।

১৮ । মাছ ধরা, টাঙ্গুয়ার হাওড়ের পাশে অবস্থি এই নদীটার নাম জানি না ।

১৯ । ট্রেন, টঙ্গী, এজতেমার সময়ে ।

২০ । ভক্তি, চন্দ্রনাথ পাহাড়, শীতাকুন্ড ।

২১ । মাছ ধরা, নিঝুম দ্বীপ ।

২২ । কাপ্তাই হৃদ, রাঙামাটি ।

২৩ । সোনালু, পলাশ নরসিংদী ।

২৪ । খেজুর, পলাশ নরসিংদী ।

২৫ । সর্বশেষ সুন্দরীর গলা জড়িয়ে ধরে আমার একটা ছবি, না না আমি কোন সুন্দরী মেয়ের কথা বলছি না, সুন্দর বনের সুন্দরী গাছের কথা বলছি
বনে বাঁদাড়ে........১
বনে বাঁদাড়ে...... ২
বনে বাঁদাড়ে...... ৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


