
প্রকৃতির সৌন্দর্যের সাথে আমার প্রেম । বনে বাঁদাড়ে ঘুরে বেড়াই, পাখি দেখি, ফুল দেখি, আর মাঝে মাঝে ছবি তোলার চেষ্টা করি। ইচ্ছে করে পাহাড়ে হেলান দিয়ে নীল আকাশ দেখি, ইচ্ছে করে ঘাস ফুলদের সাথে চুপি চুপি কথা বলি, ইচ্ছে করে সাগর, নদী খাল-বিলে সাতার কাটি রাজহংসের মতো । ইচ্ছে করে বাংলার প্রতিটি ইঞ্চি মাটির সুবাস নেই ।
ইচ্ছেগুলো কতটা সফল হবে জানিনা, তবে সংসারের যাতাকল থেকে সুযোগ পেলেই আমি হারিয়ে যাই আমার ইচ্ছে ভুবনে । সেই সাথে আমার দেখা সৌন্দর্যকে ধরে রাখার জন্য তুলে রাখি অঢেল ছবি, আর সেই ছবিগুলো নিয়েই আমার বনে বাঁদাড়ে সিরিজটা শুরু করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে ।

(২) ইলিশ শিকারী, নিঝুম দ্বীপ থেকে তোলা ছবি।

(৩) শীতাকুন্ডের সর্বোচ্চ চুড়ার চন্দ্রনাথ মন্দিরে দাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ চুড়ার বিরুপাক্ষ মন্দিরের তোলা ছবি।

(৪) কক্সবাজার বীচ।

(৫) টেকনাফের শীলখালী বীচের ঝাউবনে জেলেদের কুড়ে।

(৬) ইনানী বীচের সাইকেল বালক।

(৭) ইনানী বীচের নারকেল বনে ভ্রমণ বাংলাদেশ টিমের রাতের তাবু ।

(৮) লাল শাপলা, জাহাঙ্গীর নগরের শাপলা পুকুর থেকে তোলা ছবি।

(৯) টঙ্গী রেল স্টেশন, বিশ্ব এস্তেমার সময় তোলা ছবি।

(১০) ঐতিহাসিক পানাম ন গরী, সোনারগাঁ, নারায়ণগঞ্জ থেকে তোলা ছবি।

(১১) সবুজ কাঠাল, নরসিংদীর বটেশ্বর গ্রাম থেকে তোলা ছবি ।

(১২) শিশু শাপলা শিকারী, নরসিংদি সদর থানার শান্তির বাজার এলাকা থেকে তোলা ছবি।

(১৩) কাশ ফুল, নারায়ণগঞ্জের মোগরা পাড়া এলাকা থেকে তোলা ছবি।

(১৪) টাইগার হিল ঝর্ণা, দার্জিলিং থেকে তোলা ছবি।

(১৫) গোধূলী বেলা, নরসিংদীর বাটচরার চড়ে দাড়িয়ে মেঘনা নদী থেকে তোলা ছবি।

(১৬) উপরে দাউদকান্দি ব্রীজ নীচে নদীতে নৌকা চলাচল, কুমিল্লার দাউদকান্দি থেকে তোলা ছবি।

(১৭) জাতীয় সৃতি সৌধ, সাভারের নবী নগর থেকে তোলা ছবি।

(১৮) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর ও তৎসংলগ্ন মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা ছবি।

(১৯) শিখা অনির্বান, ঢাকা থেকে তোলা ছবি।

(২০) কদম ফুল, নরসিংদী সদর থানার কুরের পাড় থেকে তোলা ছবি।

(২১) মাছ ধরার এই ছবিটা তুলেছি নরসিংদীর মেঘনা নদি থেকে।
বনে বাঁদাড়ে.....১১
বনে বাঁদাড়ে.....১২
বনে বাঁদাড়ে.....১৩
বনে বাঁদাড়ে.....১৪
বনে বাঁদাড়ে.....১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




