
ঢের ভালো জানে সেলোয়ার কামিজ
ধরে রাখে একটা শরীর মন
সেও বদলাতে সময় কতক্ষণ।
কেন বদলে যায় চুলের চেনা ঢং
কী এমন সময় দিল ধরা
চেনা মানুষ হঠাৎ বদলে গিয়ে
জল শুকিয়ে মাঝ নদীতে ক্ষরা।
সাত সকালে ভেজা তোয়ালে
ঝুলে আছে রোদের অপেক্ষায়
শরীর ছেড়ে সেলোয়ার কামিজ
দোল খেয়ে যায় অচেনা বারান্দায়।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০২২ বিকাল ৪:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



