ডলার গচ্চায় নোরা এসে নাচলনা
পাঁচ হাজারে টিকেটে মন ভরলনা
রিজার্ভ ভাবে আমার কী?
ছেড়ে দিলে থাকবো কি?
শ্রীলংকার হাল দেখে কেউ জাগলনা।
প্রবাসীরা সোনার ডিম থাকছেনা
হুন্ডির টাকা ব্যাংকে আর রাখছেনা
ভয় দেখাচ্ছে সরকারে
বলছে ঘাড় মৎকারে
ঠিক চ্যানেলে রেমিটেন্স কেন ছাড়ছেনা?
দূর্ভিক্ষের আভাস দিচ্ছে শাসক দল
রেখে ঢেখে তোলা রাখ চোখের জল
নইলে পরে পস্তাবি
বুক চাপড়ে ধস্তাবি
নির্বাচনে নামতে পারে লাশের ঢল।
মিছিলে মিছিলে জাগছে আবার ভাংছে ভয়
দেয়ালে পিঠ ঠেকে গেলে জাগতে হয়
আর থেকোনা যুক্তিতে
লড়তে হবে মুক্তিতে
উন্নয়নের গিঁট খুলে হোক সূর্যদয়।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



