কাজ নাই ঘুম আজ বেহিসাবি খুব
ডাকছেনা এলার্মটা চুপচাপ নিশ্চুপ
জানলা দিয়ে সূর্যটা বাড়াচ্ছে তাপ
কাক ডাকা শেষ হলে চড়ুইদের ঝাপ।
আলু পটল কাকরল সব্জিওয়ালার হাক
এক কিলো হাফ কিলো আর দিন শাক
মা খালাদের সদায় আজ ঘরদুয়ারে সারা
চেচামেচি হুল্লুড়ে আজ ছোটদের পাড়া।
ব্রেকফাস্ট নেই আজ পেটে দিচ্ছে টান
এপাশ ওপাশ করে ঢাকছি জোড়া কান
সপ্তাহে একটা দিন এভাবেই হচ্ছে পার
শুক্রবার আজ ছুটির দিন শুক্রবার।
/
ছবিতে মেঝ কন্যা উমায়রা এবং সদ্য গতকাল আগত তার ছোটবোন
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০২৩ বিকাল ৩:০২