
আমি টেম্পু তুমি রিকশা ভাললাগা ঘোর
দেওয়ানহাট মোড়।
দ্বিগুণ যাত্রী ঠেলেঠুলে কাঁচহীন জানালার বাস
তুমি টাইগার পাস।
খাস্তগির, গণি বেকারী, চট্টগ্রাম - মহসিন কলেজ
দু'পাশেই নলেজ।
ভরদুপুর প্যারেড ময়দান হেঁটেহেঁটে চকবাজার
চোখে চোখ আবার।
তুমি রিকশা আমি টেম্পু ভূমিকম্পের পূর্বাভাস
কোথায় তোমার নিবাস!
হালিশহর, বড়পুল এদিক সেদিক কেবলি তাকাই
এই বুঝি রিকশায়।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



