
কোথাও স্বস্তি নেই আর
বিচ্যুতি ঠেকাতে ছুটির পাহাড়
দিগন্ত অদূর, ছবি আঁকা মেঘ
হঠাৎ মৃদু হাওয়া বাড়ে গতিবেগ
ভাবনাদের ঘুরপাক শূণ্যতা তোমার..
কোথাও স্বস্তি নেই আর।
হাঁটুজলে ঢেউ এসে ভাসাইল বুক
সদ্যযাত্রা দম্পতি উষ্ণতার ঝোঁক
ভাটার টানে গোড়ালির বালি সরে যায়
এতো জল আর চোখ কোথাও কেউ নাই
নিঃসঙ্গ ভর করে, ছাড়ি সাগর পার
কোথাও স্বস্তি নেই আর।
এ কেমন বিদায় থেকে যদি যাও
অকারণে কেন বল ঘুরপাক খাও
ঋতু বদল গুণে গুণে চুলে ধরে পাক
সময় পিড়া দেয়, থাক ওসব থাক...
পাখীদেরও নীড় আছে সন্ধ্যার ঝোপঝাড়
কোথা যাই? কোথাও স্বস্তি নেই আর।
সর্বশেষ এডিট : ১১ ই মে, ২০২৪ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




