মিথ্যের প্রাসাদ গড়েছে যারা সত্যকে পায় ভয়
সত্যের ভয়ে নিত্য নিজেকে গুটিয়ে রাখতে হয়
মুখোশ পরে যায়না থাকা সূর্যতো যায়না ঢাকা
রাত পোহালেই পালিয়ে বেড়ায় মিথ্যে বুলি ফাঁকা।
পালিয়ে বেড়ায় মিথ্যে রানী রইলে প্রাসাদ পরে
দিগবিদিক মিথ্যের বহর ছুটছে প্রাণের ডরে
গুম হত্যা জেল জুলুমে সাজিয়ে রাখতো ডালা
বুক চেতিয়ে আবু সাইদ পরল শহীদি মালা।
জাগলো আবার আমার স্বদেশ সাবাস বাংলাদেশ
ঠাঁই হবেনা এই জমিনে ফেসিবাদ বিদ্বেষ
মিথ্যে ইতিহাস মিথ্যে বুলি মিথ্যেবাদীর দল
পালাবি কোথায়? শেষ ঠিকানা জাহান্নামে চল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



