বিপ্লব হয়ে গেছে ঘরে ফিরে আয় খোকা
সব দোষ হাসিনার তোর জানা নেই, বোকা!
আর সব ধোয়া তুলসি পাতা পদেপদে বসে
প্রচুর চেতনা আর শিল্পকলা রান্না হবে কষে।
শহীদেরা বেঁচে গেছে আহতদের হাত পা নাই
অঙ্গ হারিয়ে গয়নাগাটি দিয়ে চিকিৎসার ব্যায়।
বিপ্লব হয়ে গেছে গোপনে সরে যাচ্ছে আলামত
ঘরে ফিরে আয় খোকা বাকী কাজ করে নেবে ছালামত।
রাষ্ট্রপতি বদল হবে ঠিক করা আছে সেকেন্ড হোম
গিরগিটি বর্ণচোরা ঠগ বাছতে উজাড় গায়ের লোম।
ঘরে আয় খোকা বিশ্রাম নিতে নিতে ঢু মার চ্যানেল
ঘুণাক্ষরে টের পাবিনা কে চালায় উপদেষ্টাদের প্যানেল।
ঘুম যদি না আসে গানজা নিয়ে আয় খেয়ে তবে ঢুল
মা ভারতির দোষ সব বাকীদের ধরা যাবেনা চুল।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৭