চট করে আসো আপা চট করে আসো
অপেক্ষায় থেকে গেল সেপ্টেম্বর মাসও।
কথা ছিল টুপ করে, ফেলে দিলে শেষ
আগষ্ট মাস এলে সব গোলমাল দেশ।
তুমিও পালালে, পালাইনা বলে
তোমার আগেই নেতারা গেল সব চলে।
বাদবাকী যা আছে খাটের তলে ঠাঁই
সেখানেও খুঁজে দেখি জাফ্রিকবাল নাই।
এভাবে কতদিন? হতে পারি কট
চট করে আসো আপা, চট করে চট।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২০