আমি সাধারণত ব্লগে ফেবু পোষ্ট আনিনা, কপি পেষ্টও করিনা, আজকে করলাম কারণ এটা একটা গুরুত্বপূর্ণ আলাপ। নিচের বিষয়টা কপি পেষ্ট করলাম ফেবু থেকে। আপনাদের কী মত জানাতে পারেন
.
.
Aman Abdullah
5 hours ago ·
তাহলে আবার ইলিয়াস-নজরুল ইস্যু দিয়েই আজকের দিনের বিসমিল্লাহ করা যাক। আজকের ওয়ার্কিং এজাম্পশন হলো দুই পক্ষই বাংলাদেশ সেনাবাহিনীর ঘেঁটু। আসিফ নজরুল হলেন ওয়াকার পক্ষের ঘেঁটু। ইলিয়াস-পিনাকী হলেন অন্য পক্ষের ঘেঁটু। এই পক্ষের নেতা অথবা নেতাদের নাম আমরা এখনো জানিনা। ফেইসবুকে যাদেরকে লড়তে দেখা যাচ্ছে তারা হলেন ঘেঁটুস্য ঘেঁটু। ঘেঁটু ক্যারিয়ার গঠনের স্বপ্নে সকল বুদ্ধিমত্তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে।
এদিকে ওয়াকার পক্ষ এবং অপর পক্ষ, আর্মির দুই পক্ষই হলো আমাদের সবার পরিচিত মালিকপক্ষ ভাড়ৎদাদা ওরফে র এর ঘেঁটু। র এর কানপড়া পেয়ে বাংলাদেশ সোনাবাহিনী এখন পাকিস্তান সোনাবাহিনীর মতো দেশের মালিক হওয়ার স্বপ্ন দেখতেছে। ভাইসরয় হাসিনা চলে গেছে। ভাইসরয় আর্মি ইজ দ্য নিউ বস অফ দ্য টাউন। ছাত্ররা হলো তাসের সর্দার। তারা রোগাপাতলা ডন কুইক্সোটের মতো বাতাসের সাথে লড়ে যাচ্ছে। র তাদেরকেও লাড়াচ্ছে এডিশনাল মুর্গি হিসেবে।
দেখেন তো এই ধারণাটা পছন্দ হয় কি না?
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০২৪ সকাল ১০:৪১