ঈদের পরে একটা কিছু হবে
এখন সবাই বাড়ি ফিরে যাও
ছাড় পাবেনা ছোকরা ছেলেটাও
এখন যাও ঈদের পরে হবে।
ঈদের পরে দেখবে আসল রূপ
গুড়িয়ে দেব সকল বালির ট্রাক
আর দুটো দিন সবুর করে থাক
আর কটা দিন রয়ে সয়ে চুপ।
ঈদের পরে যদি ভুলে যাই
বুঝে নিও পাল্টে গেছে মন
লাটায় সুতা টানে যে জন
তার টানেইতো মগজ বেঁচে খাই।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



