ডাস্টবিনের ময়লায় কার ভিজে?
হুমায়ূন আহমেদ ফেলতে গিয়ে,
পা জড়িয়ে ফসকে গেলেন নিজে।
উঠতে গিয়ে হাত বাড়ালেন যেই,
ময়লা তাকে আকড়ে ধরে,
ফসকে গেলে রেহাই নেই!
গন্ধে যেন জীবন যায়,
লাক্সের ফেনায় গোসল সারে,
তবু সে গন্ধ হারায় না হায়!
অবশেষে জীবন দিল ডাস্টবিনের তরে,
হুমায়ূন আজ স্মৃতির পাতায়,
ডাস্টবিন তার গন্ধ ছড়ায় শাহবাগ বন্দরে।