হাসিনাবিন ডাস্টবিন নয়, বলল শফিক হাসিয়া,
ময়লার সঙ্গে এই বিনে ছুড়ে ফেলুন মাফিয়া।
এই বিনে মুখ থুবড়ে মরবে গুমের রানী,
হাজারে হাজার খুন করেও কমেনা তার শয়তানি।
ইউনুস বলে— যত পারুন, থুতু মারুন হাসিনাবিনে এসে,
লুটেপুটে দেশ খেয়েছে, পালিয়েও গেল শেষে।
ওয়াকার বলে— চেষ্টা ছিল ধরে রাখার, পালিয়ে যখন গেল,
হাসিনাবিনে মুতেমুতে জিলাপি বানাব চল!
আনু আবার চুপা শয়তান, ধরল তাকে ধুনে,
বইমেলা নাকি আঁধার হল হাসিনাবিন গুণে!
যে যাই বলুক, চলুন সবাই বইমেলায় যাই,
হাসিনাবিনে সেলফি তুলে ইতিহাস হতে চাই!