দুচোখে ঘৃণা দেখে প্রেমকে বলেছি না,
তুমি বললে— যে চোখ তোমার নয়, তার দায় নেবেনা।
তারপর তোমার চোখে ডুব দিয়েছি, তল পাইনি শেষে,
তুমি বললে— হাল ছেড়ো না, দারুণ ভালোবেসে।
সাঁতরে গেলাম, তীর মেলেনা, কেবল দেখি জল,
এত দূরে হাত বাড়ালে নিষ্ফল ফলাফল।
আমার দেখার ভুল ছিল— তা নিলাম যখন মেনে,
দূরে সরে যাচ্ছ তুমি, দৃষ্টিসীমা থেমে।
উপহাসকে ঘৃণা ভেবে প্রেমকে বলেছি না,
তুমি বললে— মানছি আমি, সমাজ মানছে না।
এত বিশাল ব্যবধানে হয় না কভু জোড়,
যাচ্ছি বলে বিদায় নিলে, রইল পরে ঘোর।