গল্প বলা শেষ হলে অল্প কথা বাকি,
বললে তুমি— "আজকে থাকুক, অল্প তুলে রাখি।"
বইয়ের ভাঁজে পৃষ্ঠা খুলে, দেখো অন্য ভাষা,
হাতের লেখা শব্দগুলো বুঝবে মনের আশা।
কি লিখেছি জানতে চেয়ে নিলে উল্টো বাঁক,
বললে তুমি— "আজকে থাকুক, অল্প তোলা থাক।"
না, হল না— দিগন্ত রেখায় সূর্য দিল ডুব,
তুমিও আর বললে না কিছু, আমিও রইলাম চুপ।
রাতটা আরও গভীর হলে চাঁদ খোঁজে মনের ভাগ,
"কেমন কাটছে তোমার দিন?" জানতে চাই না— থাক।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৯:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



