১
অনেক দিন ভাবি—তোমাকে কিছু দিই।
কী দেব? গলার হার? কানের দুল? আংটি?
সামর্থ্য হয়ে ওঠে না—কবিতা কিংবা গান?
লেখার সাধ্যই বা কই!
কী দিই তোমাকে?
হাতে কিছুই নেই—
একমাত্র নিজেকে দেওয়া ছাড়া আর কিছুই নেই।
আমাকে নেবে তুমি?
দিলাম তবে।
গ্রহণ করা না-করাটা তোমার উপর ছেড়ে দিলাম।
২
শহরে বৃষ্টি এলে ভিজবো একদিন,
ট্রাফিকজ্যামে আটকে থাকা সময়—
অতিথি পাখির পালকে চড়ে দেশান্তর।
তারাদের জগৎ অনেক দূর,
রাত হলে কেবল ডাকে আমায়।
সেইসব পান্ডুলিপি মুড়ে একদিন,
সিঁড়ি বেয়ে নেমে যাব পতেঙ্গার উড়ালবন্দর।
শহরে বৃষ্টি এলে ভিজবো একদিন।
বাড়ালে হাত, থাকবে তো পাশে? থাকবে না?
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০২৫ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




