১.
আগুন চোখে তাকালে যে
বন পুড়ে যায় দাবানলে।
কাহার আছে সাধ্য এমন—
নেভায় আগুন নয়ন জলে?
এমন চোখে তাকিও না
সূর্যমুখী ফুলের মতো,
সূর্যের চোখে চোখ রাঙিয়ে
ধার ধরেনা পোড়ার ক্ষত।
ঠোঁটের কোণে হাসলে কেন?
তুচ্ছতা কী জমেছে ঢের?
লজ্জাবতী গুটিয়ে যায়
আলতো ছোঁয়ার পরশ জের।
২.
নখের কোণে ফাঙ্গাস জমেছে ,
অবহেলা কোরো না, ওষুধ লাগিও নিয়মিত।
তোমার নখে ফাঙ্গাস মানায় না একটুও।
জানো তো, যত তুমি অবহেলা করো,
ততই সেটা তোমাকে আঁকড়ে ধরবে—
ঠিক আমার মতো।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২৫ সকাল ১০:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



