যখন মনে হবে— স্বাধীন বাংলা স্বাধীন আর নাই,
ঠিক তখনই, জুলাই, তোমাকেই চাই।
প্রিয় ছত্রিশে জুলাই, তোমার তুলনা নাই,
তোমার জঠরে দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পাই।
আর কত লাল চাই বাংলার পতাকায়?
বারবার হাতছাড়া কেন হয়ে যায়?
কেন বিকাই স্বাধীনতা দু’চার পয়সায়—
সিঁধকাটা দমনে, জুলাই, তোমাকেই চাই।
ঘরেঘরে, প্রতি ঘরে, জুলাইয়ের আলো,
জনে জনে, প্রতি জনে, পথে নেমে এলো।
একসাথে জেগে উঠি, একসাথে গাই—
এগিয়ে নিতে দেশ, জুলাই, তোমাকেই চাই।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৫ সকাল ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


