ফেসবুককে পরবর্তী টার্গেট হিসেবে বেছে নিয়েছে হ্যাকাররা। রীতিমত ঘোষনা দিয়েছে নভেম্বরের ৫ তারিখে ফেসবুক অচল করে দেয়া হবে। এধরনের হুমকির সাথে অনেকেই পরিচিত, কিন্তু বিশ্লেষকরা বলছেন একথা বিশ্বাস করার যথেষ্ট কারন রয়েছে।
এই শকর্তবানী এসেছে এনোনিমাস এর কাছ থেকে। বিভিন্ন গুরুত্বপুর্ন সাইট আক্রমন করে খ্যাতিলাভ করেছে তারা। তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়েছে, যদি আপনি হ্যাকটিভিষ্ট হন কিংবা তথ্যের স্বাধিনতা রক্ষা করতে চান তাহলে ফেসবুকে আক্রমন করুন। ফেসবুকের বিরুদ্ধে অভিযোগ হিসেবে বলা হয়েছে ফেসবুক সরকার এবং অন্যদের কাছে তথ্য বিক্রি করছে। সেগুলি ব্যবহার করা হচ্ছে ফেসবুক ব্যবহারকারীদের বিরুদ্ধে। যেমন ঘটেছে মিসর এবং সিরিয়ায়। ব্যবহারকারী তার একাউন্ট মুছে দিলেও তারা সেখান থেকে অর্থ উপার্জন করছে তথ্য বিক্রি করে। এনোনিমাসের বক্তব্য অত্যন্ত পরিস্কার। তারা ফেসবুকের শেষ দেখতে চায়। ব্যবহারকারীরা ফেসবুক এবং সরকারের হাত থেকে নিরাপদ না। একদিন ব্যবহারকারী বুঝবেন এনোনিমাস যা করছে তা সকলের ভালর জন্য। ব্যবহারকারীর ক্ষতি করা হচ্ছে না, উপকার করা হচ্ছে।
নভেম্বরের ৫ তারিখ কেন বেছে নেয়া হয়েছে এবিষয়ে আগ্রহ থাকতে পারে। এরসাথে সম্পর্ক বৃটেনের ইতিহাসের। এই তারিখে গাই ফকস নামে একজন বৃটিশ পার্লামেন্ট ভবন উড়িয়ে দিতে চেষ্টা করেছিল তাদের সাম্রাজ্যবাদের কারনে। এনিয়ে একটি মুভি রয়েছে ভি ফর ভ্যানডেটা নামে।
নভেম্বরের ৫ তারিখে কি হবে সেটা জানার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে সেইদিন পর্যন্ত। তারা যে প্রশ্নগুলি করেছে সেগুলি হয়ত পুরোপুরি এড়িয়ে যাওয়া যায় না।
সুত্র:www.techzoom24.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





