হারিয়ে ফেলেছি তোমার দেয়া সুখ,
তারি কান্নায় ফেঠে যায় বুক
হৃদয়ে ভীড় জমায় হাজারো দুঃখ।
.............................!
প্রতিদিন প্রতিরাতে ভাবি শুধু তোমায়
ঘুমতো আসেনা চোখে ভেঙ্গে পড়ি কান্নায়
তুমি ছাড়া ভাল লাগেনা এ বসুন্ধরায়
সব ছেড়ে ছুটে যেতে ইচ্ছে করে তোমারি কায়ায়।
.....................................!
বিকেলে যখন বসুমতিতে বেরিয়ে যায়
একবার শুধু দেখতে ইচ্ছে করে তোমায়
জানিনা কবে দেখা হবে তোমারি সাথে
একালে না ও কালে নাকি মৃত্যেুতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




