আর দশটা পাচটা দিনের মতো আজও সকালে সেই দেরিতেই ঘুম থেকে উঠলাম
একা একা
কারণ আমার ঘুমন্ত অবস্থাতেই সবাই যার যার কাজে চলে যায়, আমার অফিসের তাড়া কম তাই দেরি করলেও সমস্যা হয় না ।
পাশেই স্কুল, প্রতিদিনই এদের হৈচৈ শুনি, ঢাকা শহরে সব এমনই অতি কাছে কিন্তু দূরের, আমি তাদেরই একজন।
আজও আরেকটা দিনের শুরু, একই অনভূতি
অফিসের জন্য তৈরী হয়ে তাড়াহুড়া করে যাওয়া। কাজে ডোবা
আজ কেমন জানি লাগছিল
অনেকদিন বাড়ি যাই না
ছোটভাই মা বাবা,ছোট বোনকে দেখি না
বড় আমি তা ভাবতেই পারিনা
সবাই বড় হচ্ছে মনে হয় আমি হচ্ছি না
নিজেরে কেমন জানি লাগে
অনেকের অনেক অনুযোগ অভিযোগ যে আমি দ্বায়িত্ব পালন করি না, উদাসী
আমি আসলে এমনই
এমন করে করে আজকের এই আমি
মনে হয় ব্যর্থ কেউ একজন, প্রতিদিন ভাবি না কিছু করতে হবে, এমন থাকা যাবে না, এমন দোলাচলে বেলা বয়ে যায় , অবস্থা অপরিবর্তিত
আজকে অন্য অনভূতি কাজ করছে নিত্যকার সব ভাবনার সাথে
কেমন বয়স হচ্ছে, বড় হচ্ছি
কিন্তু বুঝি না কি হচ্ছি, কি জীবনের মানে, নাকি শুধুই ছুটাছুটি . তাল মেলানো
কিছুই তো করা হলো না, অজর্নের খাতা তো শূন্য
তাও আজকের দিনটা আলাদা
আজ অনেকেই শুভেচ্ছা জানাচ্ছে
ভালো্ও লাগছে আজকে দিনে আমি এসেছি পৃথিবীতে
বড় হচ্ছি
একদিন আর থাকবো না এটাও ভাবি
এই ভাবেই চলা................................
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




