সংগ্রাম চলছে চলবে,আন্দোলনের বিরোধিতা করে নব্য রাজাকার হবেন না
যুদ্ধাপরাধীদের বিচারের জন্য, এদের ফাসিঁর জন্য সেই একাত্তরে বঙ্গবন্ধু ডাকের মতো আমাদের ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। রাজাকারদের প্রতিষ্ঠানগুলো আমাদের বর্জন করতে হবে। এদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জামাত শিবিরের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে। এদের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিকভাবে বর্জন করতে হবে। প্রজন্ম চত্ত্বরের দাবী রাজাকারমুক্ত বাংলাদেশ। যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ।
এ আন্দোলন নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধ। এ সংগ্রাম চলছে চলবে। তরুণদের এই মুক্তিযুদ্ধ চলবে।
যতদিন পর্যন্ত রাজাকারমুক্ত বাংলাদেশ না হয় ততদিন আমাদের ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন আমরা চালিয়ে যাবো।
যারা গতকাল আসতে পারেন নাই তারা আজ আসুন। যারা আমাদের এই আন্দোলনকে বির্তকিত করতে চাইছেন তাদের প্রতি হুশিয়ারি দিয়ে বলতে চাই নতুন যুগের রাজাকার হবেন না। সত্যের পথে আসুন। বাঙালিকে কেউ দাবায়া রাখতে পারে নাই ভবিষ্যতেও পারবে না।
যারা বলছেন এই আন্দোলন আইন বিরোধী তাদের বলতে চাই জনগণ সকল ক্ষমতার একমাত্র উৎস। আমাদের দাবীতে প্রয়োজনে আইন পাল্টাতে হবে। সংসদে আইন পাল্টে ফাসিঁ নিশ্চিত করতে হবে। আমরা মা বোনকে যখন সম্ভ্রমহানি করা হয় তখন কোথায় ছিল আইন? তবুও আমরা আইন করে বিচার করছি, মৃত্যুদন্ড নিশ্চিত করতে তবে আইন পাল্টাতে বাধা কোথায়? আমরা কিন্তু নব্য রাজাকারদের চিনি, তাদের অতীত বির্তকিত ইতিহাস আমরা জানি।
মুক্তিযুদ্ধের রক্তের ঋণ আমরা শোধ করব এই আমাদের প্রতিজ্ঞা।
আমরা জানি কিছু মিডিয়া বর্হিবিশ্বে আমাদের এই আন্দোলনকে বির্তকিত করতে চাইছে তাদের বলতে চাই বাঙালিকে ১৯৭১ এ এসব মিথ্যাচার করতে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে বঞ্চিত করতে পারেন নাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ ঠিকই স্বাধীন হয়েছিল। এখনও পারবেন না। আমরা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। আমাদের বির্তকিত করতে গিয়ে নিজেরাই প্রত্যাখাত হবেন। যারা আমাদের নামে মিথ্যাচার করছে আমরা তাদের র্বজন করবো।
আজো বলতে চাই দালালি করে আমাদের এই আন্দোলনকে বিশ্ববাসীর সামনে ভুলভাবে তুলে ধরবেন না। ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। দেশীও মিডিয়া যারা বির্তকিতদের দিয়ে আমাদের বিপক্ষে কথা বলাচ্ছেন তাদেরও আমার বলতে চাই নতুন তরুণ প্রজন্মের কাছে রাজাকার হিসেবে প্রতিষ্ঠিত হবেন না , আমরা ক্ষমা করবো না। এসব করে টাকা কামাতে পারেন কিন্তু জাতির সামনে বেঈমান হিসেবে স্বীকৃত হবেন। যারা টকশোসহ বিভিন্ন মিডিয়াতে বিরূপ মন্তব্য করছেন তাদের বলতে চাই-সঠিক পথে আসুন, সত্য প্রকাশ করুন। তরুণের এই কাতারে এসে অসাম্প্রদায়িক রাজাকারমু্ক্ত বাংলাদেশ গঠনে সামিল হোন , নতুবা ইতিহাসে আপনারা অপরাধী হয়ে থাকবেন। আরো ২০/৩০ বছর পর আমাদের পরবর্তী প্রজন্ম আপনাদের এই একই ভাবে বিচার করবে। পাশাপাশি যারা যু্দ্ধাপরাধীদের বিচারের বাধা দিচ্ছেন রাজনৈতিক ব্যক্তি সংগঠনসহ যারই তাদেরও বিচার করা হবেভ আমাদের পরবর্তীতে যারা আমাদের মত তরুণ হবে তারা আমাদের মত আপনাদের বিরুদ্ধে রুখে দাড়াবে।তাই বিচার হতে বাচতেঁ চাইলে আসনু আমাদের এই আন্দোলনে। নতুবা নব্য রাজাকার দেশবিরোধী হয়ে প্রতিষ্ঠিত হবেন।
আমাদের এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন। আমরা শান্তিপূর্ণভাবেই সংগ্রাম চালিয়ে যাব।
প্রজন্ম চত্ত্বরের বার্তা দেশব্যাপী ছড়িয়ে গেছে , বিশ্বেও ছড়িয়ে পড়ছে।
সারাদেশে আরো ব্যাপকভাবে আমাদের আন্দোলন চলছে চলবে।
জয় বাংলা , জয় বাংলা।
তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা।
জাগো বাঙালি জাগো
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার।
আমাদের তরুণদের এই সংগ্রাম চলবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




