৪টা থেকে ৪টা তিন মিনিট পারলে শক্ত করে ধরে রাখ প্রেমিক প্রেমিকা উভয় উভয়ের হাত।
স্বামী ধরে রাখ স্ত্রীর হাত, যে যার পারো নতুবা নীরবে জানাও সংহতি
নীরব থেকে বুকের বেদনার নিঃশ্বাস ছাড়
নিজেকে মুক্তি দাও পাঁজরে জমে থাকা কলঙ্ক থেকে।
মনে করো '৭১কে, বঙ্গবন্ধুকে, সকল শহীদের, নিযার্তিত মা-বোনদের, আহত ব্যথিতদের
প্রতিটি ক্ষণে অনুভব করো তাদের ত্যাগ আর সংগ্রামের কথা
স্মরণ কর জাতির শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের কথা
চুপ থেকে ধিক্কার জানাও ওদের যারা তোমাকে বাঙালি হিসেবে চায়নি, তোমার জন্মই চায়নি।
শান্তির মধ্য দিয়ে প্রত্যাখান করো নরপশুদের।
আছি আমরা সবাই
বিজয় আমাদের নিশ্চিত।
জয় বাংলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




