উপজেলা ভূমি অফিস বা, AC Land অফিসে খাজনা দিতে গিয়ে জানতে পারলেন, জমি আর আপনার নামে নেই, রেকর্ড অন্যকারও নামে হয়ে গেছে। অথচ সিএস,এসএ, আরএস আপনার পূর্বপুরুষের নামে। আপনি তখন কি করবেন, সেটা নিয়েই আলোচনা।
সর্বশেষ প্রকাশিত খতিয়ান নিয়ে যদি বিরোধ হয়,সেক্ষেত্রে সেটা নিষ্পত্তির জন্য Land Survey Tribunal এ মোকদ্দমা দায়ের করতে হবে।
খতিয়ানের ফাইনাল পাবলিকেশন/প্রকাশ নিয়ে যদি কোন মোকদ্দমা হয় তবে সে মোকদ্দমা কোন দেওয়ানি আদালতে করা যাবে না। Land Survey Tribunal এ করতে হবে।
The State Acquisition and Tenancy Act, 1950 section 145F তে বলা হয়েছে-
"No suit arising out of the final publication of the last revised record-of-rights prepared...
...বাকিটুকু পড়ুন