মনে কি পড়ে তোমার?
বহুকাল অমাবস্যার পরে
সেদিন ছিল ভরা পূর্ণিমা
জানালায় ঝুলানো ভারী পর্দার
ফাক গলে যুবতী চাঁদের সবটুকু আলো
লুটোপুটি খাচ্ছিলো আমার ঘরে।
যে আলোতে ঝলসে গিয়েছিল
আমার ভিতরের আমি
যে নিমিষেই ভুলে গিয়েছিল
এই পৃথিবীর প্রকৃ্ত রূপ
যেখানে বার মাস অমাবস্যার বসবাস।
সেই ভুলে যাওয়া ক্ষণে
এই আমি তোমার হয়েছিলাম
মনে কি পড়ে তোমার?
হারিয়েছিলাম আমি মিথ্যে বুলি
আওড়ানো ভালবাসার কাশবনে
যার উপড়ে ছিল না নীল আকাশ
ছিল না শুভ্র মেঘেদের পায়চারী
শুভ্র মেঘের পরিবর্তে সেখানে ছিল
ঘন কালচে রঙ্গা মেঘ
যা ছিল ধেয়ে আসা কোন
সুনামীর অশনী সংকেত।
যার আঘাতে লন্ডভন্ড হয়ে
গেছে আমার চারপাশ
প্রলয় শেষে রেখে গেছে এক
নিষ্পাপ ভালবাসার ধ্বংসাবশেষ।
সেই ধ্বংসাবশেষের উপরে দাঁড়িয়ে
আজ আমার নিষ্পাপ প্রেম
অভিসম্পাত করে এই বর্বর ধরণীকে
যার নির্মম আঘাতে ক্ষত বিক্ষত
হয়েছি এই আমি,আমার নিষ্পাপ প্রেম বারংবার।
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


