-------------------------------------------------
যাদের মধ্যে শেখার প্রবনতা আছে এবং
যারা প্রকৃতি থেকে কিংবা কাউকে অনুকরন করে নিজে নিজেই
প্রকৃতির/কারো ভালো গুনগুলো শেখার চেষ্টা চালায়
এবং নিজ জীবনে তার বহিপ্রকাশ আনে ,
তার মানে এই নয় যে
কোন একদিন প্রকৃতি তার গলায় নলী ধরে বলার ক্ষমতা রাখে,
যে তুমি আজ যা তা শুধুমাত্র আমার অবদানে
প্রকৃতি শুধু বিস্ময়ের সুরে বলতে পারে
তুমি আমার ভালো দিকগুলো আয়ত্ত করতে সক্ষম হয়েছ
সেই জন্য তোমাকে অভিনন্দন
অন্যদিকে প্রকৃতি যদি তাকে তার এই সব কিছু
হাতে ধরে ধরে খুব যত্নের সাথে শিক্ষা দিয়ে থাকে
তাহলে প্রকৃতি অবশ্যই ক্ষমতা রাখে গলার নলী ধরে বলার
তুমি আজ যা তা শুধু আমার অবদান ..:-?
-------------------------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




