বাংলাদেশে যাবার আর এক সপ্তাহ বাকি। আড়াই বছর পর আবার বাংলার মুখ দেখব । কেমন যেন একটা উত্তেজনা বুকের মাঝে চেপে বসে আছে ।
এবার দেশে গিয়ে বেশ কিছু কাজ করতে হবে । যেমন , অনামিকার সাথে কয়েকটা বিষয় নিয়ে বোঝাপড়া করতে হবে। ওর সামনে দাঁড়িয়ে দুটো কথা বলবার সাহস আমার কোনদিন ই ছিল না । কতোবার ওর সামনে গিয়েছি সেই কথাটি বলবার জন্যে। যা না বললেই নয় । যা না বললে চিরদিন ই মনের মধ্যে একটা কাঁটা বেধে থাকবে । কিন্তু পারিনি । আমার যুদ্ধসাজ ওর চোখের সামনে ধূলোয় লুটিয়ে পরেছে কতোবার , ও জান্তেও পারে নি ।
শেষ বার অনেক জিদ করেই কাতারে এসেছিলাম । ভেবেছিলাম , দূরে গেলে সব ভুলে নতুন করে জীবন শুরু করা সহজ হবে। কিন্তু হায়! তখন কি জানতাম ,'পৃথিবীতে সব চেয়ে কঠিন কাজ ভুলে থাকা' ?
যা হোক , এবার আমি মুক্তি চাই । পুরনো স্মৃতির বোঝা বয়ে বেড়াব , এমন শক্তি আমার নেই , এমন ইচ্ছেও নেই ।
পথ আমি পেয়ে গেছি । সে পথ নবজীবনের উদ্দীপনায় ভরপুর । সে পথে যেমন আছে ফুলের সুরভি , তেমনি আছে কাঁটাও । তবু আমাকে পথ চলতে হবে । কিসের জন্য নিজেকে পলে পলে শেষ করব ? জীবনটা কি সিগারেটের ধূয়া ?
কিন্তু এখনো যে কত কাজ বাকি ! ওকে যে সেই কথাগুল বলতেই হবে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



