বিশ্বকাপ ফুটবল সবার মাঝে একটা উত্তেজনা জাগায়। সবাই নিজ নিজ পছন্দের দল কে সমর্থন করেন । করতেই পারেন । এটা ব্যক্তি স্বাধীনতার পরিচয় বহন করে ।
কিন্তু এটা নিয়ে অনেককেই খুব বেশি বাড়াবাড়ি করতে দেখা যায় । কেউ ব্রাজিল কে সমর্থন করলে আর্জেন্টিনা কে একদম দেখতেই পারেন না । অন্যদিকে আর্জেন্টিনার সমর্থকদের কাছে ব্রাজিল যেন দুই চোখের বিষ । দুই দলের সমর্থকরা প্রায়ই খেলা নিয়ে পরস্পরের সাথে ঝগড়ায় লিপ্ত হন। ব্যপারটা অনেক সময় গড়াতে গড়াতে রক্তপাত পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু এমন টা কখনো হওয়া উচিত?
আজ ব্রাজিল হেরে গেল। এটা খুবই অপ্রত্যাশিত । তাই বলে কখনো হারবে না এমন সনদপত্র হাতে নিয়ে তো ব্রাজিল খেলতে নামেনি! আর্জেন্টিনার সমর্থকরা ইতোমদ্ধেই ব্রাজিল এর সমর্থকদের ব্যংগ করতে শুরু করেছেন। আর ব্রাজিল এর সমর্থক দল এমন ই মুষড়ে পরেছেন যে মনে হচ্ছে ব্রাজিল মরে গেছে । আরে ভাই , এটা খেলা। এটাকে এতো সিরিয়াসলি নেওয়ার কি আছে ? আমি ও একজন ব্রাজিল এর সমর্থক । ব্রাজিল হেরে যাওয়াতে আমার যে খারাপ লাগেনি তা নয় । অনেক খারাপ লেগেছে । কিন্তু এ নিয়ে কনো বাড়াবাড়ির তো কোনো মানে হয় না , তাইনা ? হার জিত আছে বলেই খেলায় এতো আনন্দ ।প্রতিযোগিতা না থাকলে খেলার মতো নিরানন্দের আর কিছুই থাকতো না ।
অনেক সময় দেখা যায় , দুই বন্ধুর মদ্ধে একজন আর্জেন্টিনা করে আর একজন ব্রাজিল । খেলার প্রতি এমন অনর্থক আবেগ অনেক সময় তাদের বন্ধুত্বকে বিচ্ছেদের পথে নিয়ে যায় । অনেক দিনের হাসি কান্নার একজন সাথীর চেয়ে বিদেশি একটা খেলা এতো বড় হয়ে গেল ?
আসুন সবাই মিলে এটা বোঝার চেষ্টা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



