কি করে বলি আমি আমার আমি কে চিনি ? কতটুকুই বা চিনি। মুখেত অনেক বড়াই করে বলি, সততার পরাকাস্ঠ আমি(যখন দরকার হয়), বিনয়ের অবতার আমি (যখন দরকার হয়) , দেশপ্রেমিক আমি, আমি এই , আমি ঐ। কিন্তু যা বলি তার কতটুকুই বা নিজে বিশ্বাস করি ? সিডরে দেশের মানুষ মারা যায়, আমি করি গাড়ির মডেল চ্যান্জ, অনাহারে থাকে পাশের বাড়ির রাহিমা আমি এই বয়সে করি আমার বার্থডে পার্টি। কিন্তু আপনারা যদি রহিমার মার কথা বা সিডরের কথা জিগ্গেস করেন, আমি কিন্তু তখন বলব, আহ ! কতই না কস্ট ওদের !
আমাদের এক ব্লগার খুব নীতির কথা বলে, মানবতার কথা বলে, সততার কথা বলে। আমি কয়দিন থেকেই তার লেখা পড়ছি। ভালই লেখে উনি। কিন্ত তার আমেরিকা তোষন খুব নিন্দনীয়, মানুষের প্রতি তার দৃস্টিভংগি ভয়ংকর। মানুষ সে যে ধর্মের হোক না কেন, সে আপনার আমার মতন মানুষ। মুছলমানের সাথে যেমন এক প্লেটে ভাত অসুবিধা নাই, তেমনি হিন্দু বা খৃস্টানদের সাথে। জাতিগত বিদ্বেষ নীচুতারই পরিচায়ক। ইরাক, ইরান, আফগানিস্থানের মানুষও মানুষ, ভিয়েতনামের মানুষও মানুষ। কেও যদি বলে ইরান, ইরাক, আফগানিস্থানের মানুষগুলোকে মেরে ঐখানে ফুলের চাষ করতে হবে, তার চেয়ে নোংরামির, অভব্যতার কি আছে। একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করাই ধর্ম, কাউকে খুন করার নকশার নয়।
আমার ঘৃনা, করুনা ঐসব পাষন্ডদের প্রতি !!!!!
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




