গত ২০০৮, ২৮ ডিসেম্বরের স্মরনীয় নির্বাচনের আওয়ামী লীগের স্মরনাতীত কালের সবথেকে বিশাল ভোট বিজয় আশা করি সকলের মনে আছে । অন্যান্য সরকারের মত গত এক বছরের আওয়ামী ব্যার্থতা গতানুগতিক । কিছু সফলতা আছেই । থাকলেও তা বংগদেশিয় সরকার বলে কথা । যেখানে সফলতা বিরল সেখানে তার গুনকীর্তন বেমানান ।
সফলতা ব্যার্থতা যাই হোক ২০০৮ এর ২৮ ডিসেম্বরের নির্বাচন, আওয়ামী ল্যান্ড স্লাইডিং ভিক্টোরি নিয়ে অনেক মুখরোচক গল্প শোনা যায় ।
ব্লগেও দেখছি এরকম মুখরোচক গল্পকারের অভাব নেই ।
প্রায়ই দেখা যায় সেই নির্বাচন এবং নির্বাচন উত্তর আওয়ামী বিজয়কে ভারতের দান, আমেরিকার ষড়যন্ত্র ইত্যাদি বলে আখ্যায়িত করছেন ।
সরল মনে প্রশ্ন তাদের কাছেঃ আপনাদের কাছে যৌক্তিক ব্যাখ্যা আছে কি?
থাকলে শেয়ার করুন । আমরাও উপকৃত হই । সাবধান হই ।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




