অনর্থক সৃষ্টি করনি আমায় প্রভু
তুচ্ছ তাচ্ছিল্য করছে কেনো তবু!
প্রায় সবাই কোনো না কোনোভাবে-
সংসার করছে কিছু করে ভেবে
স্বীয় হয়ে গেছি অকেজো জীবনে
পাই না কিছু চাইলে প্ররাণে!
ধৈর্য ধরে আছি তোমার পানে
কুলোচ্ছে না আর আমার জানে!
নীরবে যাচ্ছি কেঁদে তুমিই দেখো
রঙিন স্বপ্ন, রঙিন হৃদয় রাখো!
পেরে উঠছি না কেনো আমি
সাহায্য করছ না কেনো তুমি!
বলে তাদের চেষ্টায় হয়েছে ধনী
আমার ব্যর্থতায় হয়েছি, নিজে ঋণী!
দাও আল্লাহ এখনও আছে সময়
আমারও আছে ভয়ংকর মৃত্যুর ভয়!
26.09.2022
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




