স্বপন দেখে কেটে গেছে পঞ্চান্ন...
তবুও এলো না জীবনে নবান্ন!
ছোটরা হয়েছে বড়! পরিপূর্ণ স্বপ্ন
স্বীয় পারিনি জোগাড় করতে অন্ন
এক একা কত ঘুরা যায়
একা একা কত থাকা যায়।
প্রেরণা দিলো না কেউ আজও
নিলো না কেউ আমার কোঁজও।
হীনমন্যতায় যাচ্ছে জীবন, নীরব-উদাসীন
যন্ত্রণা বাড়ছে ক্ষণে ক্ষণে নিত্যদিন।
ছায়া হয়ে এলো না পাশে
মেলে না তবুও খুঁজি চারপাশে।
সাহস পাই সাহস হারাই প্রতিদিন
ভেবে ভেবে যায় যায় দিন।
দুঃখ দুঃখ যায় না আমার
সুখের আশায় জেগে উঠি আবার।
26.09.2022
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




