আমাকে হারাতে যতই করেছ কৌশল
নিশ্চয়ই হয়েছ, গোপন চেষ্টায় বিফল।
বারবার করতে চেয়েছ, থাকি মুখাপেক্ষী
সবার কাছে স্বীয় নই লক্ষ্মী!
আপন ঘরে থেকেই হয়েছি ক্ষতিগ্রস্ত
বহুবার চেয়েছ, করতে আমায় নত।
পেরে উঠছ না, হচ্ছি উন্নত
সেরে যাচ্ছে, মনের রোগ যত।
কঠোর আছি, অনড় নিজ সিদ্ধান্তে
শেষ করেছ আমায়, করছ অজান্তে।
সমঝোতায় এসো নয়ত হবে নিঃশেষ
প্রশংসা স্রষ্টার, রাখছে প্রশান্তিতে, বেশ!
26.11.2022
সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০২২ সকাল ১১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



