পটাতে পারিনি আদৌ কোন নারী
তুমি পরেছ রঙিন বাঙ্গালি শাড়ি।
এককথায় সুন্দর! সুন্দর! মনের মত
উদগ্রীব চিত্ত, তুমি অভিলাষ যত।
রমণী কি আছো, করবে নালিশ?
আমার বিরুদ্ধে! আরামদায়ক নয় বালিশ!
সুখ কিসে আছে, স্বীয় বুঝি
নেই নেই আমার কোন রুজি।
চুপ চুপ চুপ আছি রাজি
আশ্বাস দাও, দাও কথা, সাজি।
সানন্দে এসো, সানন্দে এসো হৃদয়ে
সুখে থাকবো, মিলে থাকলে, উভয়ে।
30/11/20221
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০২২ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


