রাজ বন্দী
চাই সন্ধি
রাজা নাই
রাজার রাজ্য নাই
রাজনীতি আছে।
গণ-প্রজা= রাজারই প্রজা
পুলিশই আজ রাজা!
বলে চলো সোজা
খুশিমত দেয় মামলার বোঝা!
ইচ্ছে হলে হ্যাঁ জয় যুক্ত হয়
তা-না হলে দেখায় ভয়!
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ
যে করে প্রশংসা, সে-ই স্বপক্ষ।
সব-তো রাজারই, জনগণের কই
কত নিয়েছে কেড়ে, নিয়ে টিপসেই।
তন্ত্রী মানে- বিণাদি বাদ্যন্ত্রের তাঁত মন্ত্রপাঠ করা এমন
আমরা খালি খালি দেখি স্বপন!
এতো চেষ্টা করেও হইনি শিক্ষিত
টাকার নাই বিধায়, মূর্খরা করল নত!
নির্জনে কত করি আর্ত
প্রকাশ্যে করে হই ভয়ার্ত!
আমি আপনার কাজের জন্য-
আপনার প্রশংসা করি।
কারণ প্রশংসা সবার পছন্দ
দোষ গোপন কর, পাবে আনন্দ!
07.12.2022
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


