প্রতিটি মানুষ হয়ত একদিন হেসেছে
দুঃখে কিন্তু সবাই কমবেশি কেঁদেছে!
আমরা সকলে সত্যি সুখ চাই
পাইও তবে হারাইও নিশ্চয়ই।
সবার হাস্যোজ্জ্বল চেহারা খুব সুন্দর
এই হাসির জন্য কত অন্তর!
পেতে হয়েছে উন্মাদ, সব বাদ
কার না পছন্দ পূর্ণিমার চাঁদ!
প্রতিটি ফুল নানা রঙে রঙিন
পাপড়ি গুলো তাক লাগানো মসৃণ।
হাসি রহস্য, হাসি সুখ প্রকাশ্য
আমিও কামনা করি সদা হাস্য!
উচ্চহাস্য ভালো নাকি মৃদুহাস্য ভালো
সঠিক যে, আমার লাগে আলো!
মুচকি হাসি এতো চমৎকার-অপূর্ব
প্রশংসা করে বারবার, পালটায় পর্ব!
নিখুঁত করে লাবণ্য, বাড়ে সৌন্দর্য
মনোমুগ্ধ করে চিত্ত, হয় আশ্চর্য!
হাসলেই হাসি-খুশি হৃদয় ফুরফুরা
সেজন্য সকলে চায় শান্তিতে ঘোরাফেরা
প্রত্যেক ফুলে বিদ্যমান সুগন্ধ-দুর্গন্ধ
আমিও অধিক কাজে, তত্ত্বে অন্ধ
আমায় মুগ্ধ করে রমণীর হাসি
চাই যে প্রিয়া, সারাজীবন ভালবাসি।
১৪-১২-২০২২
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


