আর দেখিও না এই রূপ;
হৃদয় ধড়ফড়, থাকতে পারিনা চুপ!
তাকিয়ে থাকতে ইচ্ছে হয় অপলক;
চমৎকার তোমার দু’চোখ আর অলক...!
মৃদু হাসি খুব খুব ভালবাসি;
গ্রামে তুলেছ ছবি বেড়াতে আসি...!
আমারও মন কাড়ে, দেখিলে তারে;
তাকাই বারেবারে মন চায় আহারে...
আমার কেবল বিস্ময় সুন্দর লাগে;
প্রেমে পড়ি নাই এখনও গুলবাগে...!
হে ললনা একান্তে একটু কথা বলোনা;
কত যে সুন্দর তুমি জাননা...
পড়ে ভাবনায় পড়েছি, দেখে ছবিটা;
কেমন করে উঠেরে ভাই দিলটা!
কাজল কালো চোখে তাকালে ভয়ে;
কেমন যেন করে উঠে হৃদয়ে!
জ্বলজ্বল সূর্য, উজ্জ্বল জলবিন্দু দোল;
অন্তরে কে দেয় নাড়া বোল!
18.12.2022
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২২ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


