ভাবনায় যে থাকে, সে ভাবুক...
আমায় নিয়ে ভাবে, সে থাকুক।
উচ্চারণ করো লাল সবুজের পতাকা,
সবসময় তাঁর হাসি থাকে টাটকা!
ভাবনার জগত সে যে বিশাল,
সবাই মনে করে ফল মাকাল
আমিও হাসতে চাই তোমার মত,
হাসলে দুঃখ আসে আরো, এতো।
হাসি-খুশি এইভাবেই তোমায় দেখি,
সুন্দর, চমৎকার, অপূর্ব তোমার আঁখি।
ঘনঘন ছবি, ঘনঘন দেখি পছন্দে;
সেজন্য ভাবি, থাকি প্রতিমুহূর্তে আনন্দে।
১৯।১২।২০২২
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০২২ দুপুর ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


